Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওয়ার্ক ফ্রম হোম’ নিয়ে মত জানালেন অ্যাপলের টিম কুক


২২ সেপ্টেম্বর ২০২০ ২১:১৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ২১:২০

করোনাভাইরাস পরিস্থিতি পাল্টে দিয়েছে বিশ্বের বহু নিয়ম-নীতি। ব্যবসা-বাণিজ্যের আগে স্বাস্থ্যবিধি মানা সবচেয়ে জরুরি বলে একমত হয়েছেন সকলেই। তাই নতুন কড়া নিয়ম জারি হয়েছে—  পরতে হবে মাস্ক, মানতে হবে দূরত্ব, ধুতে হবে হাত। লকডাউন পরিস্থিতিতে করোনার কারণে শুরু থেকেই বড় বড় কোম্পানিগুলো নিয়েছে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা। বিশেষ করে আইটি কোম্পানিগুলো এ ব্যবস্থায় সবচেয়ে এগিয়ে। তবে আইটি বসরা করোনা পরিস্থিতির বিশেষ এই ব্যবস্থার ভক্ত বনে যাচ্ছেন কি ?

বিজ্ঞাপন

এবার মার্কিন জায়ান্ট আইটি প্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানালেন, ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থায় দারুণ খুশি তিনি। বাসায় বসে বা অফিসে সরেজমিনে না থেকেও কাজ করার নতুন যে দক্ষতা তৈরি হয়েছে সবার মধ্যে, তাতে তিনি আনন্দিত। ফরচুনডটকম-এর খবর।

সোমবার (২১ সেপ্টেম্বর)  অ্যাটলান্টিক ফেস্টিভালে দেওয়া এক সাক্ষাৎকারে টিম কুক বলেন, অ্যাপল আগের অবস্থায় পুরোপুরি চলে যাবে, তা আমি বিশ্বাস করি না। মহামারির এই সময়ে ভার্চুয়ালি কাজ করার যে দক্ষতা আমরা তৈরি করেছি তা ভবিষ্যতে কাজে লাগাবো।

টিম কুক বলেন, ১০ থেকে ১৫ শতাংশ কর্মী অফিসে ফিরতে শুরু করেছেন। আগামী বছরের মধ্যে সিলিকন ভ্যালির নতুন অফিসে বেশিরভাগ কর্মী কাজে ফিরবেন বলে আশা করছি।

টিম কুকের মতের মিল পাওয়া গেছে এর আগেই মত দেওয়া ফেসবুক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গের সঙ্গে। গত মে মাসে মার্ক জুকারবার্গ বলেছিলেন, লকডাউন পরিস্থিতি শেষ হওয়ার পরেও সিলিকন ভ্যালির অফিসে চাপ বাড়বে না। আগামী দিনগুলোতে কোম্পানির বেশিরভাগ কর্মী সিলিকন ভ্যালির প্রধান অফিস থেকে দূরে থেকেও নিজ নিজ শহর বসে কাজ করবেন। অর্থাৎ, মূল কার্যালয়ের বাইরে আঞ্চলিক হাব বাড়বে।

তবে টিম কুকের সঙ্গে যে সব কর্পোরেট বস একমত, তা নয়। সম্প্রতি নেটফ্লিক্স ইঙ্কের প্রধান নির্বাহী রীড হেস্টিংস বলেছিলেন, ওয়ার্ক ফ্রম হোম বা রিমোট ওয়ার্কের ফলাফল পুরোপুরি নেতিবাচক। এছাড়া জেপি মরগানের প্রধান নির্বাহী জেমি ডিমন বলেছিলেন, কর্মীরা যদি তাড়াতাড়ি অফিসে না ফেরে তবে তাদের দক্ষতায় প্রভাব পড়বে।

টপ নিউজ টিম কুক