Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় দফা করোনা সংক্রমণ ঠেকাতে কাল আন্তঃমন্ত্রণালয় বৈঠক


২১ সেপ্টেম্বর ২০২০ ২১:০৮

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ ঠেকাতে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী কাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘শীত প্রধান দেশগুলোতে দ্বিতীয় দফায় সংক্রমণ শুরু হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরের শেষ থেকে সেকেন্ড ওয়েভ আসতে পারে, সেই প্রস্তুতিও রাখতে হবে। সেজন্য মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে সচিব বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) আমাদের প্রস্তুতি নিতে বলেছেন। তিনি বলেছেন, অক্টোবরের শেষ বা নভেম্বরের মাঝামাঝি থেকে ঠান্ডার প্রকোপ বাড়তে পারে। আমাদের লোকজনের নিউমোনিয়া, সর্দি, জ্বর বা অ্যাজমাটিক সমস্যা থাকে তাই সকলকে প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী। এসবে আক্রান্ত হলে যেন চিকিৎসা করান।’

করোনাভাইরাস দ্বিতীয় দফা সংক্রমণ শুরু করলে মাঠ পর্যায়ে কীভাবে মোকাবেলা করতে হবে সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এসব বিষয় ঠিক করতেই বৈঠক ডাকা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

আবারও লকডাউনের মতো ব্যবস্থা নিতে হবে কি না সে প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, সেটা পরিস্থিতি বুঝে ব্যবস্থা।

এদিকে সচিবালয়ে আরেক সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য বিভাগের সচিব মো. আব্দুল মান্নান বলেছেন, ‘দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসক, নার্স ও হাসপাতাল সবকিছু প্রস্তুত রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

করোনা দ্বিতীয় মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর