Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এমপি-মন্ত্রী হয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়েননি এম এ মান্নান’


২১ সেপ্টেম্বর ২০২০ ২০:২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ‘প্রয়াত নেতা এম এ মান্নান একজন শুদ্ধ রাজনীতিক ছিলেন। তিনি ছিলেন রাজনৈতিক কর্মী তৈরির কারিগর। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে তিনি এমপি-মন্ত্রী হয়েছিলেন। কিন্তু এম এ মান্নান এমপি-মন্ত্রী হয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়েননি।’

সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এম এ মান্নানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নগর আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। সভার আগে নগরীর দামপাড়ায় প্রয়াতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

সভাপতির বক্তব্যে মাহতাব আরও বলেন, ‘আজকাল আমরা শুধু বক্তব্য দিই। বক্তব্যে শুধু কথার ফুলঝুঁড়ি। বাস্তবে প্রতিফলন নেই। এম এ মান্নানের রাজনৈতিক আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগুতে হবে।’

একই সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘এম এ মান্নান আপাদমস্তক একজন গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন। খুব কাছ থেকে দেখেছি, তিনি সুদক্ষ কর্মী সৃষ্টিতেই সবসময় নিজেকে নিয়োজিত রাখতেন। উনার প্রচণ্ড রাজনৈতিক দূরদর্শীতা ছিল। যে কোনো সংকটে তিনি খুব সহজেই নেতাকর্মীদের সংগঠিত করতে পারতেন।’

নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এম এ মান্নান একজন খাঁটি দেশপ্রেমিক ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে ত্যাগের রাজনীতি করেছেন। উনার জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের রাজনীতি করতে হবে।’

বিজ্ঞাপন

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, বাগমনিরাম ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দীন।

সভামঞ্চে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুমার সরকার, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন, উপদেষ্টা শফর আলী ও শেখ মোহাম্মদ ইসহাক, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সৈয়দ হাসান মাহমুদ শমসের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমদ, দিদারুল আলম চৌধুরী, আবদুল আহাদ, আবু তাহের, ফয়সাল ইকবাল চৌধুরী, হাজী শহীদুল আলম, কার্যনির্বাহী সদস্য আবুল মনসুর, নুরুল আবছার মিয়া, সৈয়দ আমিনুল হক, বখতিয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, মো. ইলিয়াছ, নিছার উদ্দিন আহমদ মঞ্জু, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমদ, হাজী সিদ্দিক আলম ছিলেন।

আওয়ামী লীগ এমপি মন্ত্রী রাজনীতিক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর