Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে স্পা সেন্টারে অভিযানে গ্রেফতার ২৮ জন কারাগারে


২১ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩০

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর গুলশানের ‘অ্যাপেল থাই স্পা সেন্টার’ এবং ‘ছোঁয়া বিউটি পার্লারে’ অভিযানের সময় গ্রেফতার হওয়া ২৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন আসামিদের আদালতে হাজির করেন। এরপর আসামি ইমন আহম্মেদ ও শাকিল আহাম্মেদের দুই দিন করে রিমান্ড এবং অপর ২৬ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন এ আদেশ দেন।

আসামিরা হলেন- ইমন আহম্মেদ, শাকিল আহাম্মেদ, রিংন্টু ছিরাং, জিয়াউল হাসান, কামরুজ্জামান, মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, রেজওয়ানুল ইসলাম, জাহেদুল ইসলাম চৌধুরী, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, রায়হান আলম ব্যাপারী, রিয়া আক্তার, মাহি, সিমা, সামিয়া আক্তার, জুলি সাংমা, স্মৃতি, রিনা আক্তার, সুমি, হামিদা, মনি, শারমিন, পাপরী, তিশা, মিষ্টি আক্তার, সুমা ও সালমা আক্তার অরিন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে অ্যাপেল থাই স্পা ও ছোঁয়া বিউটি পার্লারে অভিযান চালায় পুলিশ। অভিযানে স্পার নামে এই সেন্টারকে অসামাজিক কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় ১২ জন নারী ও ১৬ জন পুরুষকে আটক করা হয়।

আদালত কারাগার গ্রেফতার ছোঁয়া বিউটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর