Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থাস্থ্য খাতের ১২ কর্মীসহ ২০ জনের সম্পদের বিবরণ চায় দুদক


২১ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৩ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৭

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য খাতের ১২ জন কর্মকর্তা-কর্মচারীসহ ২০ জনের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২১ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা চিঠিতে এসব সম্পদ বিবরণী দাখিলের কথা বলা হয়েছে। যাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী ইস্যু করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন— স্বাস্থ্য অধিদফতরের ইপিআই বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মজিবুল হক মুন্সি ও তার স্ত্রী রিফাত আক্তার, ডাটা এন্ট্রি অপারেটর তোফায়েল আহমেদ ভূইয়া ও তার স্ত্রী খাদিজা আক্তার, গাড়িচালক মো. আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগম, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. ওবাইদুর রহমান ও তার স্ত্রী বিলকিচ রহমান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স মোসা. রেহেনা আক্তার, রংপুর মেডিকের কলেজ হাসপাতালের হিসাবরক্ষক মো. ইমদাদুল হক ও তার স্ত্রী মোছা. উম্মে রুমান ফেন্সী, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. মাহমুদুজ্জামান ও তার স্ত্রী মোছা. সাবিনা ইয়াছমিন, গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর অফিসার মো. নাজিম উদ্দিন ও তার স্ত্রী ফিরোজা বেগম, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার অফিস সহকারী কামরুল হাসান ও তার স্ত্রী ডা. উম্মে হাবিবা, গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর মো. সাইফুল ইসলাম, বরিশাল বিভাগের সাবেক সহকারী প্রধান (নন-মেডিকেল) ও বর্তমান সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা মীর রায়হান আলী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক মো. আনোয়ার হোসেন।

বিজ্ঞাপন

দুদক সূত্রে আরও জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর দদুক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা নোটিশে তাদের নিজের ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে দাখিল করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইনের ২৬ (২) উপধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

১২ কর্মকর্তা দুদক সম্পদ বিবরণী সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ স্বাস্থ্য খাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর