Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান সোহরাব হোসাইন


২১ সেপ্টেম্বর ২০২০ ১৭:০৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৪

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন মো. সোহরাব হোসাইন। এর মাধ্যমে কমিশনের ১৪তম চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। পিএসসি’র ১৩তম চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের স্থলাভিষিক্ত হলেন সরকারের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক এই সিনিয়র সচিব।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথবাক্য পাঠ করান সোহরাব হোসাইনকে।

বিজ্ঞাপন

গত ১৬ সেপ্টেম্বর পিএসসি’র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মো. সোহরাব হোসাইন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।

তার নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পিএসসির চেয়ারম্যান হিসেবে মো. সোহরাব হোসাইনকে নিয়োগ দিয়েছেন। নিয়োগের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে আসে) তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

সোহরাব হোসাইনের জন্ম ১৯৬১ সালে। ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা এর আগে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরের দায়িত্বও পালন করেছেন।

পিএসসি চেয়ারম্যান প্রধান বিচারপতি শপথ সোহরাব হোসাইন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর