Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তাল সাগরে ডুবেছে আবুল খায়ের গ্রুপের জাহাজ


২১ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫৭

চট্টগ্রামব্যুরো: নোয়াখালী জেলার ভাসানচরের অদূরে বঙ্গোপসাগরে আবুল খায়ের গ্রুপের একটি জাহাজ ডুবে গেছে। সিমেন্ট ক্লিংকার নিয়ে চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জে যাওয়ার পথে লাইটারেজ জাহাজটি তলা ফেটে এই ‍দুর্ঘটনার কবলে পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক মো. সেলিম সারাবাংলাকে জানিয়েছেন, সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভাসানচরের তিন নটিক্যাল মাইল পূর্বে এমভি-টিটু নামে জাহাজটি ডুবে গেছে।

বিজ্ঞাপন

আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন জাহাজটিতে এক হাজার ২৫০ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার ছিল। সেটি চট্টগ্রাম বন্দর থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। জাহাজটিতে ১৩ জন নাবিক ছিল। আরেকটি জাহাজের সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে।

সেলিম বলেন, ‘আমরা জানতে পেরেছি, সাগর এখন খুবই উত্তাল। ঢেউয়ের তোড়ে জাহাজটির তলা ফেটে সেটি আংশিক ডুবে যায়। আস্তে আস্তে সেটি পুরোপুরি ডুবে যাচ্ছে। তবে নাবিকরা সবাই নিরাপদে আছেন। দুর্ঘটনার কারণে ওই রুট দিয়ে জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই। মালিকপক্ষ ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে পদক্ষেপ নেবে।’

প্রতীকী ছবি

আবুল খায়ের গ্রুপ উত্তাল সমুদ্র জাহাজডুবি বঙ্গোপসাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর