Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে লেনদেনও


২১ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫৪ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৩

ঢাকা: পুঁজিবাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট কমেছে। একই অবস্থা অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২২৮ পয়েন্ট নেমে যায়। দিনশেষে উভয় পুঁজিবাজারে কমেছে আর্থিক লেনদেন।

সোমবার লেনদেন ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের ৪৮ কোটি ৯০ লাখ ১৪ হাজার ৪০২ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে মাত্র ৮২টির, কমেছে ২৫৯টির এবং ১৪টি শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত থাকে।

বিজ্ঞাপন

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট কমে ৫ হাজার ১২ পয়েন্টে নেমে আসে। এদিন ডিএসইর শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ১৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৭২৬ পয়েন্টে নেমে আসে। দিনশেষে ডিএসইতে ৯৭৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮৬টি প্রতিষ্ঠানের ২ কোটি ৬ লাখ ৫৯ হাজার ৪৫৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের শেষার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ৯১টির এবং ২০টি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২২৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৩০১ পয়েন্টে নেমে আসে। দিনশেষে সিএসইতে ৩১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

টপ নিউজ পুঁজিবাজার শেয়ার স্টক এক্সচেঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর