Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ৪০ জনের মৃত্যু, শনাক্ত ছাড়ালো সাড়ে তিন লাখ


২১ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে ৪০ জন মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত ১ হাজার ৭০৫ জন শনাক্ত হয়েছেন। আর করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৫২ জন।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ৩ লাখ ৫০ হাজার ৬২১ জন। এর মধ্যে মারা গেলেন ৪ হাজার ৯৭৯ জন। আর করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের পরীক্ষা হয়েছে মোট ৯৯টি ল্যাবে। এসব ল্যাবে মোট নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৯৬৭টি। একই সময়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫৩টি। এ নিয়ে দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হলো মোট ১৮লাখ ৩৪ হাজার ৩২৩টি।

গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে ১ হাজার ৭০৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলেন ৩ লাখ ৫০ হাজার ৬২১ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৯ দশমিক ১১ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যে ২ হাজার ১৫২ জন সুস্থ হয়েছেন, তা নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন সুস্থ হয়ে উঠলেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৭৯ শতাংশ।

এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যে ৪০ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৭ জন, বাকি ১৩ জন নারী। এখন পর্যন্ত করোনা মৃত্যুবরণ করা মোট মানুষের মধ্যে ৩ হাজার ৮৭৩ জন পুরুষ, এক হাজার ১০৬ জন নারী। শতাংশের হারে মৃতদের মধ্যে পুরুষ ৭৭ দশমিক ৭৯ শতাংশ, নারী ২২ দশমিক ২১ শতাংশ।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের তথ্য বিশ্লেষণ করে আরও দেখা যায়, ৩৭ জন হাসপাতালে মারা গেছেন, দুইজন মারা গেছেন বাড়িতে এবং হাসপাতালে আনার পর একজন মারা গেছেন। তাদের মধ্যে ষাটোর্ধ্ব ২০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী দশ জন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সী চার জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী তিন জন, ২১ থেকে ৩০ বছর বয়সী দুইজন ও ১০ বছরের কম বয়সী এক জন।

করোনা সংক্রমণ করোনাভাইরাস করোনাভাইরাসে আক্রান্ত করোনায় মৃত্যু কোভিড-১৯ টপ নিউজ সুস্থতার হার স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর