বিদেশ থেকে আগতদের স্ক্রিনিং ও কোয়ারেনটাইন নিশ্চিত করার পরামর্শ
২১ সেপ্টেম্বর ২০২০ ১৪:০৭
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বিদেশ থেকে আগতদের স্ক্রিনিং ও কোয়ারেনটাইন নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন কোভিড-১৯ মোকাবিলায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
রোববার (২০ সেপ্টেম্বর) কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটির ২০তম সভায় এ পরামর্শ দেওয়া হয়।
পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লার সভাপতিত্বে অনলাইন সভায় বলা হয়, বিভিন্ন দেশ থেকে যাত্রীরা দেশে আসছে। এ বিষয়ে ভ্রমণ সংক্রান্ত পরামর্শ/নিয়ম জারি করা প্রয়োজন।
সংক্রমণ প্রতিরোধে পয়েন্ট অব এন্ট্রিতে প্রতিরোধ কার্যক্রম জোরদার করা প্রয়োজন। বিদেশ থেকে আগতদের স্ক্রিনিং, কোয়ারেনটাইন নিশ্চিত করা প্রয়োজন। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেনটাইন নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ ব্যাপারে করোনাট্রেসার অ্যাপ ব্যবহার করা যেতে পারে বলেও পরামর্শ দেওয়া হয় সভায়।
সভায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।
এ সময় স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে রোডম্যাপ প্রস্তুতিতে জাতীয় পরামর্শক কমিটির সহযোগিতা কামনা করা হয়। জাতীয় পরামর্শক কমিটিও তার সাব-কমিটিগুলোর মাধ্যমে এই রোডম্যাপ প্রস্তুতিতে সহযোগিতা করার ব্যাপারে আশ্বাস দেয়।