Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর নবোদয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ


২১ সেপ্টেম্বর ২০২০ ১১:০৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর নবোদয় হাউজিং সোসাইটির একটি বাসায় ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় মামলা করেছেন।

ওই কিশোরীকে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে পুলিশ।

আদাবর থানার উপ পরিদশর্ক (এসআই) মো. মতলেবুল আলম জানান, ওই কিশোরী সুনিবিড় হাউজিং এলাকায় থাকে। স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করে। শনিবার রাতে চাঁদ উদ্যান এলাকায় নানী বাড়ি থেকে একাই বাসায় ফিরছিল সে। রাত ১১টার দিকে ওই কিশোরীর পরিচিত সজিব (২২) নামে এক যুবক তখন তাকে রাস্তা থেকে ডেকে নবোদয় হাউজিংয়ের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী কিশোরীর।

এসআই আরও জানান, ওই কিশোরী আশেপাশের লোকজনকে বিষয়টি জানানয়। সেখানে লোকজন জড়ো হলে সজীব কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে রোববার ভোরে কিশোরীকে উদ্ধার করে থানায় নেওয়া।

এরপর তার পরিবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২১।

এসআই জানায়, সজিব পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কিশোরী গার্মেন্ট কর্মী ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর