যুক্তরাষ্ট্র থেকে ৯ হাজার অভিভাবকহীন শিশু বিতাড়িত
২১ সেপ্টেম্বর ২০২০ ১০:৪০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ১৩:০৭
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র থেকে ছয় মাসে আট হাজার আটশ’ অভিভাবকহীন শিশুকে বিতাড়িত করেছে ট্রাম্প প্রশাসন।
এদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের এক আদেশে বলা হয়েছে, অভিভাবকহীন অভিবাসী শিশু যারা দক্ষিণের সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছিল তাদের দ্রুততম সময়ের মধ্যে দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে, মার্চের মাঝামাঝি সময়ে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলি এই বিতাড়নের অনুমোদন দিয়ে একটি জনস্বাস্থ্য আদেশ জারি করে।
অন্যদিকে, জুন থেকেই ট্রাম্প প্রশাসন বিতাড়িত শিশুদের সংখ্যা প্রকাশ বন্ধ করে দেয়। সে সময় তারা জানিয়েছিল, প্রায় দুই হাজার শিশুকে বিতাড়িত করা হয়েছে।
তবে, অভিবাসন আইনজীবীদের বক্তব্য অনুসারে, এই সংখ্যা আরও অনেক বেশি।
অপরদিকে, শিশুদের পাচারের হাত থেকে রক্ষা এবং তাদের যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতে আশ্রয় নেওয়ার সুযোগ দেওয়ার কয়েক দশকের রীতি বাতিল করে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নেয়।
এ বছর ২১ মার্চ ট্রাম্প প্রশাসনের নতুন সীমান্ত বিধিমালা কার্যকর করা হয়েছে। তাদের দাবি, অভিবাসীদের হোল্ডিং সুবিধা এবং যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধ করার জন্যই নতুন বিধি তৈরি করা হয়েছে।
তারপর থেকেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অভিবাসী অভিভাবকবিহীন শিশুসহ অন্যদের দ্রুত সরিয়ে ফেলার কাজ শুরু করে।
প্রসঙ্গত, ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে বৈধ ও অবৈধ অভিবাসন সম্পর্কে কঠোর অবস্থান সামনে আনতে চাইছেন। অভিবাসন আইনজীবীদের দাবি, নতুন বিধিগুলো অভিবাসী বিশেষত শিশুদের মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে।
উল্লেখ করা যায় যে, ফেডারেল সরকার লাইসেন্সবিহীন ঠিকাদারদের অধীনে তাদের কয়েক দিন বা কয়েক সপ্তাহ ধরে হোটেলে রেখে দেয়। এসব শিশুর ব্যক্তিগত তথ্যগুলো সাধারণ কম্পিউটার সিস্টেমে রেকর্ড করা হয় না, যার ফলে তাদের সন্ধান করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।