Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: বিদ্যুৎ মিস্ত্রি ২ দিনের রিমান্ডে


২০ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪৯ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মোবারক হোসেন নামে এক বিদ্যুৎ মিস্ত্রির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে মোবারক হোসেনকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শনিবার রাতে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ জানিয়েছেন, বায়তুস সালাত জামে মসজিদে দুটি বৈদ্যুতিক সংযােগ রয়েছে। একটি সংযােগ অবৈধ। সেই সংযোগসহ যাবতীয় মসজিদের বৈদ্যুতিক কাজ করেছিলেন মােবারক হােসেন।

এর আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ফতুল্লা অঞ্চলের বহিস্কৃত ৪ কর্মকর্তাসহ ৮ জনকে গ্রেফতার করে সিআইডি। পরে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে আটজনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী ২ দিনের রিমান্ডে

গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন ৪ জন।

বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ রিমান্ড

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর