Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, মামলা দায়ের


২০ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩২

বরিশাল: বরিশালের গৌরনদী পৌরসভার পূর্ব লাখেরাজ কসবা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু বক্কর বেপারীর (৫৫) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) শিশুর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। এরপর দুপুরে জবানবন্দী নেয়ার জন্য শিশুটিকে আদালতে পাঠানো হয়।

শিশুর মা অভিযোগ করে বলেন, গত শনিবার বিকেলে বাড়ির পাশের মসজিদের মাঠে খেলাধুলা করছিল তার ছয় বছরের শিশু কন্যা। এসময় প্রতিবেশী আবু বক্কর বেপারী কৌশলে তার শিশু কন্যাকে পার্শ্ববর্তী পরিত্যক্ত একটি ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এসময় শিশুর চিৎকার শুনতে পেয়ে ঘরের মধ্যে তিনি ঢুকলে শিশুটিকে ফেলে আবু বক্কর পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত আবু বক্কর বেপারীকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

ধর্ষণ চেষ্টা বরিশাল শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর