Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্রাট সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করেছেন ২২৭ কোটি টাকা


২০ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৫

ঢাকা: যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাট হুন্ডির মাধ্যমে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করেছেন প্রায় ২২৭ কোটি টাকা। তবে এর বেশিরভাগ অর্থ খরচ করেছেন সিঙ্গাপুরের সবচেয়ে বড় জুয়ার আসর মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোতে। দুদকের তদন্তে এসব তথ্য পাওয়া গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সিঙ্গাপুর ও মালয়েশিয়াতে এখনো সম্রাটের কিছু টাকা আছে যা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ক্যাসিনোসহ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করায় সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। এতে ২ কোটি ৯৪ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য দেওয়া হয়। এরপর সম্রাটের বিদেশে থাকা অর্থের বিষয়ে খোঁজ করতে শুরু করে দুদক। সম্প্রতি একটি নির্ভরযোগ্য মাধ্যমে দুদকের হাতে সম্রাটের অর্থ পাচারের তথ্য আসে দুদকের কাছে।

আরও জানা যায়, ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সম্রাট সিঙ্গাপুরে পাচার করেছেন ৩ কোটি ৬৫ লাখ সিঙ্গাপুরি ডলার। প্রতি ডলারের দাম ৬২ টাকা হিসেবে বাংলাদেশি টাকায় এ অর্থের পরিমাণ ২২৬ কোটি ৩০ লাখ টাকা। আর এই সময়ে মালয়েশিয়ায় পাচার করেছেন ২ লাখ মালয়েশিয়া রিঙ্গিত। প্রতি রিঙ্গিত ২০ টাকা হিসেবে এ অর্থের পরিমাণ ৪০ লাখ টাকা।

অপরদিকে ক্যাসিনো অভিযান শুরু হলে গা ঢাকা দেয় সম্রাট। এরপর গত বছরের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে আটক করে র‍্যাব।

গত বছরের সেপ্টেম্বরে শুরু হয় ক্যাসিনো অভিযান। ক্যাসিনো কান্ডের সঙ্গে সম্পৃক্ত অনেকের নাম তখন বেরিয়ে আসতে থাকে। চলতে থাকে টানা অভিযান। এরপর গত বছরের ১৮ সেপ্টেম্বর ‘শুদ্ধি’ অভিযান শুরুর পর দুদক প্রথমে ৪৩ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। যে অনুসন্ধানের তালিকায় এখন প্রায় ২ শতাধিক ব্যক্তির নাম রয়েছে। ইতোমধ্যে ২২টি মামলাও করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

ক্যাসিনো টাকা মালয়েশিয়া সম্রাট

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর