Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ শিক্ষক চালাবেন হাটহাজারী মাদরাসা, মহাপরিচালক ৬ মাস পর


১৯ সেপ্টেম্বর ২০২০ ২১:৫১ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ১১:৪৫

চট্টগ্রাম ব্যুরো: সদ্যপ্রয়াত শাহ আহমদ শফীর মৃত্যুর পর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটহাজারী মাদরাসার পরিচালনা পরিষদে রদবদল এনেছে শুরা কমিটি। সিদ্ধান্ত হয়েছে, তিন জ্যেষ্ঠ শিক্ষকের যৌথ সিদ্ধান্তে চলবে মাদরাসার কার্যক্রম। এছাড়া সহকারী পরিচালক পদ থেকে তিন মাস আগে অব্যাহতি পাওয়া জুনায়েদ বাবুনগরীকে মাদরাসার শিক্ষা সচিব এবং প্রধান শায়খুল হাদিস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মাদরাসার শুরা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার রাতে মারা যান প্রায় ৩৪ বছর ধরে মাদরাসার মহাপরিচালক পদে থাকা শাহ আহমদ শফী, যিনি ‘ঈমান-আকিদাভিত্তিক’ দেশের সর্ববৃহৎ সংগঠন হেফাজতে ইসলামের আমির ছিলেন। শনিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এরপর বিকেল ৪টা থেকে বৈঠকে বসে শুরা কমিটি, যা একটানা রাত ৮টা পর্যন্ত চলে।

আরও পড়ুন- রোববার থেকে হাটহাজারী মাদরাসায় ক্লাস-পরীক্ষা চালুর ঘোষণা

বৈঠক শেষে শুরা কমিটির সদস্য মোহাম্মদ সালাহউদ্দিন নানুপুরী সারাবাংলাকে বলেন, ‘বড় হুজুরের (আহমদ শফী) অবর্তমানে তিন সিনিয়র শিক্ষকের যৌথ সিদ্ধান্তে মাদরাসার কার্যক্রম পরিচালিত হবে। উনারা মাদরাসার যাবতীয় কাজের সুরাহা করবেন। একইসঙ্গে ব্যাংকের সকল হিসাবও তিনজনের স্বাক্ষরে পরিচালিত হবে। সবার সমান অধিকার থাকবে। কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।’

মাদরাসা পরিচালনার দায়িত্ব পাওয়া তিন শিক্ষক হলেন— আবদুস সালাম, শেখ আহমদ ও মো. ইয়াহিয়া। এদের মধ্যে শেখ আহমদ মাদরাসার সহকারী পরিচালক হিসেবে গত জুন মাসে জুনায়েদ বাবুনগরীর স্থলাভিষিক্ত হয়েছেন।

সালাহউদ্দিন নানুপুরী জানিয়েছেন, জুনায়েদ বাবুনগরীকে শিক্ষা সচিব ও প্রধান শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মাদরাসায় হাদিস পড়াবেন। এছাড়া শিক্ষক মো. শোয়েবকে সহকারী শিক্ষা সচিব করা হয়েছে।

সহকারী শিক্ষা সচিব হিসেবে এর আগে দায়িত্ব পালন করছিলেন প্রয়াত শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানি।

মাদরাসায় এখনো কাউকে মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমরা ছয় মাস দেখব। আপাতত এভাবে মাদরাসার কার্যক্রম চলবে। ছয় মাস পর আমরা আবারও বৈঠকে বসে মহাপরিচালক নির্ধারণ করব।’

বিজ্ঞাপন

আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম আহমদ শফী জুনায়েদ বাবুনগরী টপ নিউজ পরিচালনা পরিষদ হাটহাজারী মাদরাসা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর