যমুনার স্রোতে বিলীন হলো মসজিদ
১৯ সেপ্টেম্বর ২০২০ ১৭:১২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ ১৭:১৪
সিরাজগঞ্জ: শত চেষ্টা করেও মসজিদটি রক্ষা করা গেল না। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেললেও লাভ হয়নি। যমুনার তীব্র স্রোতে বিলীন হলো সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী গ্রামের মসজিদটি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এই মসজিদ নদীগর্ভে চলে গেছে। এতে স্থানীয়দের মধ্যে ভাঙন আতঙ্ক বিরাজ করছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘গত জুলাই মাসে মসজিদটি ভাঙনের কবলে পড়ে। সে সময় বালুর বস্তা ফেলে মসজিদটি রক্ষায় চেষ্টা করা হয়েছিল। এদিকে, তিন দিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বাড়তে থাকে। কাজীপুর পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে যমুনার তীব্র স্রোতে মসজিদটি নদীতে বিলীন হয়ে যায়।’
গত জুলাইয়ে বন্যায় সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ১৫০ মিটার শিমলা স্পার বাঁধ নদীতে বিলীন হয়ে যায়। একইসঙ্গে শতাধিক ঘরবাড়ি, বসতভিটা ও গাছপালা মুহূর্তের মধ্যে নদীতে বিলীন হয়। সে সময়ই ভাঙনের মুখে পড়ে মসজিদটি।