Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ভালো নেই সিরাজগঞ্জের প্রতিমা শিল্পীরা


১৯ সেপ্টেম্বর ২০২০ ১৪:২২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ ১৬:১২

সিরাজগঞ্জ: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘনিয়ে আসছে। প্রতিবছর এই সময় মৃৎশিল্পীরা প্রচণ্ড ব্যস্ত সময় পার করেন। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। করোনার কারণে দুর্গাপূজার আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। পূজার সেই চিরচেনা আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতির আয়োজন সীমিত পরিসরে হবে। এ ছাড়া অন্যান্য বছরের তুলনায় এবার প্রতিমা শিল্পীদের হাতে কাজও কম। ফলে সারাবছরের আর্থিক সঙ্গতির ক্ষেত্রে চরম অনিশ্চয়তায় ভুগছেন তারা।

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতির কারণে নানা অনিশ্চয়তা মাথায় নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দ, উল্লাপাড়া, শাহজাদপুর, রায়গঞ্জ, তাড়াশ, বেলকুচি, কাজিপুর, সদর ও চৌহালীর বিভিন্ন পূজামন্ডপে চলছে মূর্তি বানানোর কাজ। কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলা দেবীদুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা।

কামারখন্দের ভদ্রঘাট পালপাড়ার প্রতিমা তৈরির কারিগর (৬৫) গুপিনাথ পাল বলেন,  প্রতি বছর এ সময় রাতদিন কাদামাটি দিয়ে একটু একটু করে নিপুণ হাতে ২৫-৩০টি প্রতিমা তৈরির কাজ করে থাকি। কিন্তু এ বছর মাত্র ১৫টি প্রতিমার কাজ করছি। করোনার প্রভাবে এ বছর আমাদের অনেকটাই প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, কালের পরিবর্তনে হারিয়ে যেতে বসলেও পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখার জন্য এখনও কমারখন্দের ভদ্রঘাট ইউনিয়নের পালপাড়ায় ৩০-৩৫টি পরিবার মাঠির তৈরি প্রতিমাসহ হাড়ি, পাতিল, কলস, ডাকনা ও মাটির ব্যাংক ইত্যাদি বানিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন। আমি নিজেও বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে প্রায় ৪০ বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত।

গোপাল চন্দ্র পাল, শংকর পাল, সুজিত পাল, রণজিত পাল, সুভাষ পালসহ অন্যান্য প্রতিমা শিল্পীরা বলেন, বাংলা নববর্ষে চৈত্রের মেলা ও দূর্গাপূজায় মৃৎশিল্পে যে আয় হয় তা দিয়ে চলে তাদের সংসার। এ বছর করোনাভাইরাসের কারণে আমাদের আর্থিক অনেক ক্ষতি হয়েছে, যা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু বলেন, আসন্ন দুর্গা পূজার প্রস্তুতির কাজ চলছে। করোনার কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে পূজা করতে হবে। এ সম্পর্কিত ২৬টি নির্দেশনা রয়েছে। আমাদের সবাইকে এ নির্দেশনা মেনে পূজা করতে হবে। এ বছর সিরাজগঞ্জের ৯টি উপজেলার প্রায় ৪৯২টি পূজামন্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে।

বিজ্ঞাপন

জেলা পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) জানান, আসন্ন দুর্গা পূজাকে ঘিরে জেলাব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে এবং মাঠ পর্যায়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মন্ডপে মন্ডপে নিয়মিত টহল দেয়া হবে। পাশাপাশি সবকটি পূজা মন্ডপে গোয়েন্দা নজরদারিতে থাকবে বলে তিনি জানান।

প্রতিমা প্রতিমা শিল্পী সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর