Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু


১৯ সেপ্টেম্বর ২০২০ ১০:৪০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় আব্দুল আজিজ (৪০) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩২ জনে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত আব্দুল আজিজের শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছিল।

মৃত আব্দুল আজিজ নারায়ণগঞ্জ ফতুল্লার পশ্চিম তল্লার মনু মিয়ার ছেলে। তিনি পেশায় লন্ড্রি ব্যবসায়ী। তার এক ছেলে ও এক মেয়ে। ছেলে আবু সাঈদ (১৬) ও মেয়ে সামিয়া (১০) দুজনই মাদ্রাসার শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এর আগে গত ১০ সেপ্টেম্বর মারা যান নজরুল ও শেখ ফরিদ।

ডা. পার্থ শংকর বলেন,  চিকিৎসাধীন অবস্থায়  আরও একজনের মৃত্যু হয়েছে। নারায়নগঞ্জের  ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ৪ জন ভর্তি আছেন। তাদের অবস্থাও শংকামুুক্ত নয়।

উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন:

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের মামলা সিআইডিতে

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মুসল্লিদের সাক্ষ্য নিল সিআইডি

মসজিদে বিস্ফোরণ: জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন জমা

একজনের মৃত্যু টপ নিউজ নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ মসজিদে বিস্ফোরণ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর