Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলীতে নৌকাডুবিতে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার


১৮ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩১

চট্টগ্রাম ব্যুরো: দুইদিন আগে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌকাডুবিতে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় আরও একজন এখনও নিখোঁজ আছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের ১২ নম্বর জেটির কাছে কর্ণফুলী নদীর ডাঙার চর এলাকায় লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস সেটি উদ্ধার করেছে।

মৃত যুবক তাজুল ইসলাম রনি (৩২) নগরীর দক্ষিণ খুলশী ১ নম্বর সড়কের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বুধবার বিকেলে শাহ আমানত সেতুর কাছে কর্ণফুলী নদীতে একটি নৌকা উল্টে যায়। নৌকায় সাতজন ছিল। তাদের মধ্যে পাঁচজন উদ্ধার হলেও দু’জন নিখোঁজ ছিলেন। শুক্রবার এদের একজনের লাশ ভেসে ওঠার পর আরও একজন এখনও নিখোঁজ আছেন।

নিখোঁজ পুলিশ লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর