Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ওঁরাও সম্প্রদায়ের বার্ষিক কারাম উৎসব


১৮ সেপ্টেম্বর ২০২০ ১৫:১০

ঠাকুরগাঁও: নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ওঁরাও সম্প্রদায়ের বার্ষিক কারাম উৎসব।  প্রতিবছর ভাদ্র মাসের শেষে অবসর সময়ে ওঁরাও সম্প্রদায়ের অন্যতম এই বার্ষিক কারাম পূজা উৎসব পালিত হয়। সৃষ্টিকর্তাকে নাচ-গান উৎসর্গ করার মাধ্যমে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার পাঁচপীরডাঙ্গা ও জগন্নাথপুর গ্রামে ওঁরাও সম্প্রদায়ের কারাম উৎসব পালিত হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, ওসি তানভিরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, দেবাশীষ দত্ত সমির, ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুলসহ অনেকে।

উৎসবে ওঁরাও কিশোর-কিশোরী, যুবক-যুবতীসহ সব বয়সের নারী- পুরুষ নাচ-গানে মেতে ওঠেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড ইমরান হোসেন চৌধুরী বলেন, ওঁরাও জনগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কারাম পূজা। তারা বিশ্বাস করেন, কারাম গাছের ডাল যুগ যুগ ধরে তাদের রক্ষা করেছে। এ জন্য তারা কারাম উৎসব পালন করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বসবাসের জন্য নিজস্ব কোন জায়গা জমি নেই। যে খাস জমিতে তারা বসবাস করে সেখান থেকে উচ্ছেদে ভূমিদস্যূরা পায়তারা করছে। সম্প্রদায়টির পাশে থাকার আশ্বাস দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য দেবাশীস দত্ত সমির।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বলেন, আমাদের অপসংস্কৃতি থেকে বেড়িয়ে আসতে হবে। ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

ওসি তানভিরুল ইসলাম বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর যারাই অত্যাচার চালানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া যাবে না।

উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা দিন দিন হারিয়ে যাচ্ছে। তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। তাদের অধিকার রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

ওঁরাও সম্প্রদায় ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর