Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে কষ্টিপাথরের মূর্তি উদ্ধারের দাবি র‌্যাবের, গ্রেফতার ১


১৮ সেপ্টেম্বর ২০২০ ১১:৩৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক বাসায় অভিযান চালিয়ে একটি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। একইসঙ্গে একজনকে গ্রেফতার করা হয়েছে। মূর্তিটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি বলে দাবি করেছে র‌্যাব।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোডের একটি ভবনের চতুর্থ তলার বাসায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতার মো. মফিজ (২৮) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা।

র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মফিজ বিক্রির উদ্দেশে মূর্তিটি ওই বাসায় রেখেছিলেন। এর ওজন প্রায় সাড়ে তিন কেজি। মফিজের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

কষ্টিপাথরের মূর্তি চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর