একাদশে ভর্তির সময় বাড়লো
১৮ সেপ্টেম্বর ২০২০ ০০:২৮ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ০২:৫৭
ঢাকা: একাদশ শ্রেণিতে ভর্তির সময় আরও এক দফা বাড়ানো হয়েছে। দ্বিতীয় দফায় বাড়ানো সময়ে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে বলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশ করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারি ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের ভর্তির সময় আগামী ২১ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হলো।
এবার একাদশে ভর্তি হতে শিক্ষার্থীদের আপাতত একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা প্রশংসাপত্র জমা দিতে হবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধামতো সময়ে এসব কাগজ কলেজে জমা দিতে পারবে শিক্ষার্থীরা। তবে কোটা সুবিধা পাওয়া শিক্ষার্থীদের অবশ্যই কোটা প্রাপ্তি উপযুক্ত প্রমাণ সনদ দাখিল করে ভর্তি হতে হবে।
এর আগে প্রথম দফায় ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ভর্তির তারিখ নির্ধারিত ছিল। পরে সেই সময় দুই দিন বাড়িয়ে ভর্তির সময় ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়।
২১ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি একাদশে ভর্তি কলেজে ভর্তি সময় বাড়লো