Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোটেল এরাম থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ


১৭ সেপ্টেম্বর ২০২০ ২৩:২০

ঢাকা: রাজধানীর হোটেল এরাম ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ মদ ও বিয়ার জব্দ করেছে ভ্যাট গোয়েন্দা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান, অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মদ ও বিয়ার বিক্রি অব্যাহত রেখেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯ মার্চে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। ভ্যাট গোয়েন্দা পরিদর্শনে দেখতে পায়, তারা গত কয়েক মাসে শূন্য বিক্রয় দেখিয়ে মোহাম্মদপুর সার্কেলে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে। কিন্তু হোটেল এরাম প্রাঙ্গণ থেকে জব্দ করা বাণিজ্যিক কাগজ থেকে জানা যায়, তারা ওই সব মাসে মদ বিক্রি করেছে। এ সংক্রান্ত বিক্রি চালানের কপি পাওয়া গেছে। এতে সরকারের ভ্যাট ফাঁকির অপরাধ সংঘটিত হয়েছে।

মইনুল খান জানান, একইসঙ্গে হোটেলের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা মদ ও বিয়ারের পক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এসব মদ ও বিয়ার হোটেলের ছাদ, মেঝে ও গ্যারেজের বিভিন্ন স্থানে লুকানো ছিল। উদ্ধার করা এসব মদের মধ্যে রয়েছে ৩৭৪ বোতল বিদেশি হুইস্কি এবং ৩ হাজার ৬৭২ ক্যান বিদেশি বিয়ার। জব্দ হুইস্কি বিদেশি বিভিন্ন নামি ব্র্যান্ডের। এগুলোর মধ্যে আছে ভ্যাট ৬৯, হোয়াইট হর্স, ব্লাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক রাম, স্মিরনফ, চেরি ব্র্যান্ডি, পাসপোর্ট, ভ্যালেন্টাইন, জিন হুইস্কি, আটাস্কা, স্যার পিটারসন। অন্যদিকে বিয়ারের মধ্যে আছে হ্যানিকেন, ব্লাক ডেভিল, হলান্ডিয়া।

বিজ্ঞাপন

ভ্যাট গোয়েন্দা জানিয়েছে, ভ্যাট আইন অনুযায়ী এসব পণ্য কেনার রেজিস্ট্রারে এন্ট্রি থাকার বাধ্যবাধকতা থাকলেও তা নেই। ভ্যাট গোয়েন্দার কাছে প্রতীয়মান হয়েছে, এসব মদ ও বিয়ার চোরাচালানির উৎস থেকে সংগ্রহ করে হোটেল বারে বিক্রি করার উদ্দেশ্যে মজুত করা হয়েছে।আটক মদের মূল্য প্রায় এক কোটি টাকা।

জব্দ করা পণ্য ঢাকা কাস্টম হাউজ গুদামে জমা দেওয়া হয়েছে। হোটেল প্রাঙ্গণ থেকে কম্পিউটারের বিক্রি তথ্য ও বাণিজ্যিক দলিলও জব্দ করা হয়েছে। ভ্যাট আইন ও কাস্টমস আইন অনুযায়ী আরও তদন্ত করে হোটেল এরামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ড. মইনুল।

অবৈধ বিয়ার অবৈধ মদ হোটেল এরাম

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর