Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির বিরুদ্ধে প্রযুক্তি বড় হাতিয়ার: পরিকল্পনামন্ত্রী


১৭ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ২৩:০৪

ঢাকা: দুর্নীতির বিরুদ্ধে প্রযুক্তি একটি বড় হাতিয়ার হিসাবে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ‘দুর্নীতি বিষয়ে প্রায়ই আলোচনা হয় এ দেশে। ভালো, আমরা এটাকে স্বাগত জানাই। আমরা মনে করি, সেই দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে প্রযুক্তি ভালো একটা টুল হতে পারে, অস্ত্র হতে পারে। এটাকে শাণিত করার প্রয়োজন আছে। নানাভাবে দেখা গেছে, এটা কাজে লাগে।’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর পরিকল্পনা কমিশনের এনইসি অডিটরিয়ামে ‘আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তুতকৃত মিটিং ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট এবং অ্যাসেস ম্যানেজমেন্ট মডিউল বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘একটা পারসেপশন মানুষের মধ্যে আসছে, আমাদের মধ্যে কিছু কিছু মন্দ বিষয় আছে। তারা চায় এগুলোকে আমরা দূর করি। সেই দূর করার কাজে আমরা সবাই একসাথে কাজ করতে পারব। এই টুলটি ব্যবহার করব।’

তিনি বলেন, অপচয়, দুর্নীতি, গাফিলতি, শ্লথ গতি— প্রত্যেককে মোকাবিলা করার জন্য আমরা নানাভাবে আমাদের নানা অস্ত্র ব্যবহার করব। এর মধ্যে একটি অস্ত্র হতে পারে তথ্যপ্রযুক্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকারের কিছু গুরুত্বপূর্ণ সফটওয়ার নির্মাণ করেছে দেশীয় আইটি প্রতিষ্ঠান। দেশীয় প্রতিষ্ঠান দিয়ে কাজ করানোয় যে খরচ হয়েছে, বিদেশি প্রতিষ্ঠান দিয়ে কাজ করালে খরচ হতো আরও তিন গুণ বেশি। দেশীয় প্রতিষ্ঠান দিয়ে কাজ করানোয় একদিকে দেশের যেমন সক্ষমতা বাড়ছে, অন্যদিকে অর্থ সাশ্রয়ও হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইআরপি প্রকল্প দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে অনন্য দৃষ্টান্ত। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইআরপি প্রকল্পের বিকল্প নেই। এর মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব। আমরা নিজেদের উদ্যোগে এই সফটওয়্যার তৈরি করেছি।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে। করোনার সময়েও ইন্টারনেট ব্যবহার করে আমাদের সমস্ত খাত বা কাজকর্ম অনেকটাই সচল ছিল। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ফলেই করোনাকালীন সময়ে শিক্ষা, স্বাস্থ্যসহ অফিস আদালত সচল রাখা গেছে।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম এবং পরিকল্পনা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আইসিটি প্রতিমন্ত্রী ইআরপি জুনাইদ আহমেদ পলক পরিকল্পনামন্ত্রী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রযুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর