ব্যাংকে চাকরি দেওয়ার নামে ৭০ লাখ টাকা হাতিয়ে ধরা
১৭ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৬ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ০১:৪২
চট্টগ্রাম ব্যুরো: সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত চার বছর ধরে প্রতারণার মাধ্যমে ওই ব্যক্তির ১৫ জনের কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে নগরীর চান্দগাঁও থানার পাকা রাস্তার দোকান এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-ডিবি) আবু বক্কর সিদ্দিক।
অভিযুক্ত মো. ইব্রাহিম (৩৫) নগরীর চান্দগাঁও থানার খাজা রোডের বাসিন্দা হামিদ শরীফের ছেলে।
এডিসি আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে জানান, একটি পোশাক কারখানার লজিস্টিকস বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিন অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকে অডিট অফিসার পদে চাকরি দেবে বলে ২০১৭ সালে পূর্ব পরিচিত ইব্রাহিম তার সঙ্গে ২০ লাখ টাকার মৌখিক চুক্তি করে। চাকরি দেওয়ার আগে ১০ লাখ এবং পরবর্তী সময়ে বাকি ১০ লাখ টাকা দেবেন বলে কথা হয়। নাজিম প্রথমে ৬ লাখ ও পরে আরও ৪ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকা দেন। একই কারখানায় কর্মরত আরও তিন জনের কাছ থেকে ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে ইব্রাহিমকে ১৯ লাখ টাকা নিয়ে দেন নাজিম।
এডিসি বলেন, ‘২০১৮ সালে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ ব্যবস্থাপনা ও প্রশাসন বিভাগের কর্মকর্তা পরিচয়ে এক নারী নাজিমকে ফোন করে ঢাকায় সাক্ষাৎকারের জন্য যেতে বলেন। কিন্তু নাজিম ঢাকায় বাংলাদেশ ব্যাংকে যাওয়ার পর ইব্রাহিম তাকে ফোন করে সাক্ষাৎকার বাতিল হয়েছে জানিয়ে চট্টগ্রামে ফিরে আসতে বলে। সাক্ষাৎকার ছাড়াই তার নিয়োগপত্রের ব্যবস্থা হয়েছে বলেও জানায় ইব্রাহিম। নাজিম চট্টগ্রামে ফেরার পর তাকে নিয়োগপত্র দেওয়া হয়। তারিখ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে গিয়ে নাজিম জানতে পারেন, সেটি ভুয়া। বিভিন্নভাবে চেষ্টা করেও টাকা উদ্ধার করতে না পেরে ডিবি’র দ্বারস্থ হন তিনি।’
গোয়েন্দা কর্মকর্তা আবু বক্কর আরও বলেন, ‘শুধু নাজিম কিংবা তার তিন সহকর্মী নয়, মোট ১৫ জনের কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছি। বাংলাদেশ ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ইসলামী ব্যাংকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকে চাকরি দেওয়ার নামে সে ২০১৬ সাল থেকে প্রতারণা করে আসছে। কুমিল্লা-চট্টগ্রাম-কক্সবাজার জেলার বেকার যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে একটি চক্র এই প্রতারণা করে আসছে, যার সঙ্গে যুক্ত ইব্রাহিম এবং ওই নারীও। ইব্রাহিমের বিরুদ্ধে আদালতে পাঁচটি মামলা আছে। অভিযুক্ত নারীসহ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
৭০ লাখ টাকা প্রতারণা গ্রেফতার চাকরি দেওয়ার নামে প্রতারণা বাংলাদেশ ব্যাংকে চাকরি ভুয়া নিয়োগপত্র