Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে করোনায় আক্রান্ত ৩ কোটি


১৭ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ২০:২৮

নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ এই প্রতিবেদন লেখা অবধি বিশ্বব্যাপী মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ৮৫ হাজার ৯১৪ জন। সূত্র – ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো।

এদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বিশ্বের ২১৫ দেশ ও অঞ্চলে করোনা সংক্রমণ নিয়ে বিশ্বব্যাপী ৯ লাখ ৪৫ হাজার ৯৫৫ জন মারা গেছেন।

একই সময়ে, বিশ্বব্যাপী দুই কোটি ১৮ লাখ ৩৩ হাজার ৪৭৫ জন চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন।

অন্যদিকে, সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত (সাড়ে ৬৮ লাখ) ও মৃতের (২০ লাখের বেশি) বহর নিয়ে যুক্তরাষ্ট্র এই বৈশ্বিক তালিকার শীর্ষে অবস্থান করছে।

পাশাপাশি, বাংলাদেশের নিকটতম (সর্বাধিক অভিন্ন সীমান্ত সম্পর্ক) প্রতিবেশী ভারত (আক্রান্ত ৫২ লাখ) তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।

এছাড়াও, করোনা আক্রান্তের সরকার প্রকাশিত দৈনিক পরিসংখ্যানের ভিত্তিতে, বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার জনবহুল দেশ ব্রাজিল (৪৪ লাখ আক্রান্ত)।

এর আগে, মার্চের ১১ তারিখ, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো কোভিড-১৯ চীন নভেল করোনাভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ব্রাজিল ভারত যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর