‘অ্যাপ ছাড়া মোটরসাইকেল-প্রাইভেটকারে যাত্রী তুললে ব্যবস্থা’
১৭ সেপ্টেম্বর ২০২০ ১৬:০২ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৬
ঢাকা: অ্যাপ ছাড়া মোটরসাইকেল বা প্রাইভেটকারে যাত্রী বহন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া যাত্রীদেরও অ্যাপস ছাড়া মোটরযানে যাতায়াত না করার আহ্বান জানিয়েছে তারা। ডিএমপি বলছে, অ্যাপস ছাড়া যারা মোটরযানে যাত্রী হিসেবে উঠবেন তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অ্যাপসভিত্তিক মোটর সেবায় জড়িত বাইকাররা যদি অ্যাপস ছাড়া যাত্রী পরিবহন না করেন সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় অ্যাপ ছাড়া যাত্রী পরিবহন মোটরসাইকেলসহ ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতারের পর এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, ‘গত ২১ আগস্ট দুপুর দেড়টায় তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টর ৫ নম্বর ব্রিজ সংলগ্ন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির গলিতে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পনা অনুযায়ী অজ্ঞাত ব্যক্তিরা বাহনটির গতিরোধ করে। এরপর তারা ভিকটিমকে চাকু ঠেকিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে তার ব্যবহৃত টিভিএস স্ট্রাইকার ও মোবাইল ফোন ছিনতাই করে। ওই ঘটনায় তুরাগ থানায় একটি নিয়মিত মামলা হয়। তদন্তে জানা যায়, অ্যাপস ছাড়াই যাত্রী পরিবহন করছিল সংশ্লিষ্ট ভুক্তভোগী।’
ওই ঘটনায় গোয়েন্দা উত্তরা বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোটরসাইকেলসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে রাজধানীসহ বাগেরহাট জেলায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মো. মাসুম মোল্লা ও মো. ইমরান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ডিএমপির নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার বলেন, ‘যখন কোনো যাত্রী পাঠাও কিংবা উবারের মতো মোটরসেবায় ওঠেন তখন কিন্তু পুলিশ জিজ্ঞাসা করে না কে, কীভাবে উঠছে। যখন বিপদ হয় বা দুর্ঘটনা ঘটে তখন পুলিশ জানতে পারে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অ্যাপ ছাড়া মোটরসেবায় চলাচল করা উচিত নয়। এতে ছিনতাইয়ের মতো সোশ্যাল ক্রাইম বেড়ে যেতে পারে। আমরা অ্যাপসভিত্তিক মোটরসেবা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে নিয়ন্ত্রণমূলক কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেবো। এরপরেও যদি এ ধরনের ঘটনা ঘটে তবে আমরা পুলিশকে নির্দেশ দেবো যাতে তারা ব্যবস্থা নেয়।’