Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে মিলবে টিসিবি’র পেঁয়াজ


১৬ সেপ্টেম্বর ২০২০ ২১:৪০ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ২১:৪৫

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, বাজারের অস্থিরতা দূর করতে খোলা বাজারের পাশাপাশি অনলাইনেও পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাজারে পেঁয়াজ নিয়ে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা স্বাভাবিক করতে টিসিবির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টিসিবি গত ১৩ সেপ্টেম্বর থেকে খোলা বাজারে ৩০ টাকা করে কেজিতে পেঁয়াজ বিক্রি করছে। সেখানে একজন ক্রেতা সর্বোচ্চ ২ কেজি করে কিনতে পারছেন। তারপরেও নিমিষেই ফুরিয়ে যাচ্ছে টিসিবির পেঁয়াজ। টিসিবির জনবল সংকটের কারণে বিক্রিতে সমস্যা দেখা দিচ্ছে বলে এখন অনলাইনে পেঁয়াজ বিক্রি করা হবে।’

বিজ্ঞাপন

পেঁয়াজ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ বাণিজ্যমন্ত্রীর

মন্ত্রী আরও বলেন, ‘আমরা ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে পেঁয়াজ বিক্রি করবো। মাসে অন্তত ১০ থেকে ১২ হাজার টন পেঁয়াজ ই-কমার্সের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা যাবে।’ বাজার সহনীয় করতে টিসিবির আমদানি করা পেঁয়াজ গত বছরের মতো জেলা প্রশাসনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

অনলাইন টিসিবি পেঁয়াজ বিক্রি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর