বাহাউদ্দিন নাছিম করোনায় আক্রান্ত
১৬ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৯ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ২৩:২৩
ঢাকা: ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। রাজধানীর পুলিশ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, করোনাভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পজিটিভ রিপোর্ট পান বাহাউদ্দিন নাছিম।
পরিবার বলছে, এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছেন নাছিম। তবে সতর্কতার অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীও করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বাসায় আইসোলেশনে আছেন।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম আওয়ামী লীগ করোনায় আক্রান্ত পুলিশ হাসপাতাল যুগ্ম সাধারণ সম্পাদক