Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানি করতে দিতে হবে’


১৬ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫১

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, টিসিবির মাধ্যমে পেঁয়াজ সরবরাহ করে বাজার স্বাভাবিক করা সম্ভব নয়। টিসিবির মাধ্যমে একটি অংশকে রিলিফ দেওয়া সম্ভব। আবার বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পেঁয়াজ আমদানি করেও বাজার স্বাভাবিক রাখা সম্ভব নয়। বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানি করতে দিতে হবে। ব্যবসায়ীদের আমদানির সকল খরচসহ নির্দিষ্ট ব্যবসা নিশ্চিত করে বিক্রিতে প্রয়োজনে সরকারিভাবে তদারকি থাকতে পারে। এতে আমদানি বাড়বে এবং বাজার স্বাভাবিক থাকবে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশনের সভাপতি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাকের সভাপতিত্বে মত বিনিময় সভায় জাপা চেয়ারম্যান বলেন, ‘শ্রমিকদের কল্যাণ তহবিলের নামে হাজার কোটি টাকা কিছু সংখ্যক মানুষ লুটপাট করেছে। সাধারণ শ্রমিকদের ভাগ্য উন্নয়নে শ্রমিক কল্যাণ তহবিলের টাকা কখনোই ব্যয় হয়নি। তাই শ্রমিক কল্যাণ তহবিলের অডিট হওয়া জরুরি।’

তিনি বলেন, ‘সরকারিভাবেই শ্রমিক কল্যাণ তহবিলের টাকা সংগ্রহ করে শ্রমিকদের কল্যাণে খরচ করতে পারে। সেক্ষেত্রে মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলাপ করতে পারে সরকার।’

জিএম কাদের বলেন, ‘শ্রমিকদের নামে ওঠা চাঁদায় অনেকেই দেশে অট্টালিকা তৈরি করছে। কারও কারও অট্টালিকা বিদেশেও আছে। চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে খুনোখুনি পর্যন্ত ঘটে। শুধু ভাগ্য ফেরে না হতভাগা শ্রমিকদের।’

তিনি বলেন, ‘দেশের শ্রমিক সংগঠনগুলো এতটাই শক্তিশালী যে, সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বরং শ্রমিক সংগঠনগুলোই অনেকাংশে সরকারকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। এটা আমাদের জন্য দূর্ভাগ্যজনক। দেশের অন্যান্য সংগঠনের মতই শ্রমিক সংগঠনগুলোকে সরকারের পুরো নিয়ন্ত্রণে রাখতে হবে।’

সভাপতির বক্তৃতায় মোস্তাকুর রহমান মোস্তাক বলেন, ‘যারা শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা লুটপাট করেছে তাদের দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে আইনের মুখোমুখি করতে হবে।’ মালিকের মাধ্যমে প্রতিটি শ্রমিকের নিয়োগপত্র নিশ্চিত করতেও দাবি জানান মোস্তাকুর রহমান মোস্তাক।

বিজ্ঞাপন

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান, শামীম হায়দার পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান মেজর আব্দুস সালাম (অব.), আহসান আদেলুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুর হোসেন মঞ্জু, সমাজকল্যাণ সম্পাদক এম.এ. রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মিলন, কেন্দ্রীয় সদস্য আবুল কাশেম, জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপন, জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশনের নেতা আব্দুল লতিফ সরকার, জমিরুল হক লিটন, মো. আরিফুর রহমান, মো. খলিলুর রহমান খলিল, আশরাফুল সিকদার সবুজ, লাল মিয়া সরকার, বিএম এরশাদ, আব্দুল খালেক, কাজী রুবেল, আফজাল হোসেন বাবু, সোলাইমান মিয়া, আলতাফ হোসেন, পারভেজ, গোলাম রসুল, সোহাগ আহমেদ টিপু, ইউনুস আলী প্রমুখ।

চেয়ারম্যান জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশন জাপা জিএম কাদের পেঁয়াজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর