Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৬১৫


১৬ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫০ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৪

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৬১৫ জন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন তিন লাখ ৪২ হাজার ৬৭১ জন। একই সময়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট চার হাজার ৮২৩ জনের।

এদিকে, আইইডিসিআরের হিসাব অনুযায়ী ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই হাজার ৩৭৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৪৭ হাজার ৯৬৯ জন হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৪ ল্যাবে ১৩ হাজার ৩৬০ নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি নমুনা।

এছাড়াও, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অন্যদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৬ জন, নারী পাঁচ জন। তাদের মধ্যে ২০ জন হাসপাতালে এবং এক জন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগের, পাঁচ জন চট্টগ্রাম বিভাগের, এক জন রাজশাহী, খুলনা চার জন ও সিলেট বিভাগের এক জন বাসিন্দা ছিলেন।

আইইডিসিআর কোভিড-১৯ নভেল করোনাভাইরাস স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর