Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজের দাম বাড়ায় উদ্বিগ্ন বিএনপি


১৬ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫০ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩৪

ঢাকা: হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে প্রতিক্রিয়া তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘দেশবাসীর দৈনন্দিন জীবনের সুখ-শান্তি একের পর এক কেড়ে নিচ্ছে সরকার। জোর-জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখলকারীদের দৌরাত্বে রাজনৈতিক সংকটের পাশাপাশি গুম, খুন ও ধর্ষণের ঘটনায় গোটা রাষ্ট্র মনুষ্যত্বহীন চেহারা ধারণ করেছে। জনগণের স্বাভাবিক বাঁচা-মরার গ্যারান্টি নেই। দেশে সীমাহীন বেকারত্ব, কর্মসংস্থানের অভাব ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মানুষ দিশেহারা।’

রিজভী বলেন, ‘অগণতান্ত্রিক জবাবদিহিহীন সরকারের জনগণের কষ্টের প্রতি ভ্রুক্ষেপ নেই। হঠাৎ করে বাজারে লাফ দিয়ে পেঁয়াজের দামের অসহনীয় মূল্যবৃদ্ধি আবারও প্রমাণ করে যে, সরকার জনগণের প্রাণের বিনিময়ে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকাকেই বড় করে দেখছে। দেশের মানুষ ক্ষুধায়, অর্ধাহারে, অনাহারে থাকলেও তাদের কিছু যায় আসে না। শুধুমাত্র অবৈধ ক্ষমতার মসনদকে ধরে রাখাই বর্তমান সরকারের একমাত্র কাজ।’

তিনি বলেন, ‘পেঁয়াজের এই অগ্নিমূল্যে স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০/৪০ টাকায়। গত দুদিন আগেও পেঁয়াজের দাম ছিল ৫০/৫৫ টাকা। আর আজকে পেঁয়াজের দর সেঞ্চুরি হাঁকিয়েছে।’

রিজভী বলেন, ‘এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে মানুষ দিশেহারা, তার ওপর এখন পেঁয়াজের এই অকল্পনীয় মূল্যবৃদ্ধি বর্তমান সরকারের ব্যর্থতারই বহিঃপ্রকাশ। সরকার সমর্থিত দলের সিন্ডিকেট-ই পেঁয়াজের দাম বাড়ানোর পৃষ্ঠপোষক। আমদানিকারক ও ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতেই পেঁয়াজের এই মূল্যবৃদ্ধি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ভারতে ইলিশ মাছ উপহার হিসেবে পাঠানোর সাথেই সাথেই বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। বাংলাদেশ এই সংবাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাজার সিন্ডিকেটের হোতারা তেলেসমাতি শুরু করে দেয়। বাজার অস্থির হয়ে পড়ে। দেশে পেঁয়াজ মজুদ থাকলেও বিক্রি কমিয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। ফলে বাজারে পেঁয়াজের তীব্র সংকট দেখা দিয়েছে— এই সংকট কৃত্রিম।’

রিজভী বলেন, ‘মূলত ভোটারবিহীন সরকারের দুর্নীতি, টাকা পাচার, লুটপাটের মাধ্যমে পাহাড়সমান সম্পদ অর্জনের ফলশ্রুতিতে তারা দেশের সাধারণ মানুষের প্রতি উদাসীন। জনগণ বাঁচলো কী মরল, সেটি তাদের বিবেচ্য নয়। অদ্ভুত এক আঁধার নেমে এসেছে এদের আমলে। সরকার এখনও পর্যন্ত কোনো প্রমাণই দিতে পারেনি যে, তারা জনকল্যাণে কাজ করেছে।’

পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে পেঁয়াজের মূল্য স্বাভাবিক করতে বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিজভী।

উদ্বিগ্ন পেঁয়াজ বিএনপি মূল্যবৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর