কোভিড-১৯: ভারতে আক্রান্ত ৫০ লাখ
১৬ সেপ্টেম্বর ২০২০ ১৩:০১ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ১৫:৩০
নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯০ হাজারের বেশি আক্রান্ত নিয়ে, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। খবর হিন্দুস্থান টাইমস।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৯০ হাজার ১২৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সূত্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ২০ হাজার ৩৬০ জনে।
এর আগে, সেপ্টেম্বরের পাঁচ তারিখে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ (মোট আক্রান্ত ৪,০২৩,১৭৯) পার করেছিল।
সে হিসাবে, মাত্র ১১ দিনের মাথায় নতুন করে ১০ লাখ আক্রান্ত হয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়াল। এই আক্রান্তের সংখ্যা ৩০ লাখ থেকে ৪০ লাখে পৌঁছাতে ১৩ দিন সময় লেগেছিল।
অন্যদিকে, এ ১১ দিনে ভারতে ১২ হাজার ৫০৫ জনের করোনায় মৃত্যু হয়েছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৯০ জন করোনায় প্রাণ হারিয়েছেন। ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৬৬ জনে। অর্থাৎ মোট আক্রান্তের বিপরীতে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৬৩ শতাংশে। যা বিশ্বের সর্বনিম্ন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
একইভাবে সুস্থতার পরিসংখ্যান নিয়েও স্বস্তি প্রকাশ করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮২ হাজার ৯৬১ জন সেরে ওঠায় ভারতে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ লাখ ৪২ হাজার ৩৬০ জনে। অর্থাৎ, ভারতে সুস্থতার হার হয়েছে ৭৮.২৩ শতাংশ।
৫০ লাখ আক্রান্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ভারত মৃত্যু সুস্থ