Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা


১৫ সেপ্টেম্বর ২০২০ ২১:৫৪ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ২২:২১

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বাকাশিবো) সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ দুদকের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান অবৈধভাবে ১ কোটি ৭২ লাখ ৩৭১ টাকার সম্পদ অর্জন করেছেন। অবৈধ সম্পদের মধ্যে রাজধানীর তেজকুনিপাড়া ও উত্তরায় দু’টি ফ্ল্যাট এবং রাজশাহীতে জমি রয়েছে। তিনি দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৫ লাখ ৭৫ হাজার ৯৪১ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। এ কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ড দুদকের মামলা দুর্নীতি দমন কমিশন মো. মোস্তাফিজুর রহমান সম্পদের তথ্য গোপন সাবেক চেয়ারম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর