৭ কারাতত্ত্বাবধায়কের বদলি
১৫ সেপ্টেম্বর ২০২০ ২১:৪২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০ ২২:১৬
ঢাকা: সাত কারা তত্ত্বাবধায়ককে বিভিন্ন জেলার কারাগারে বদলি করা হয়েছে। প্রশাসনিক কাজের সুবিধার্থে কারা অধিদফতরের এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. মনিরুজ্জামানের সই করা এক আদেশে এই বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র কারাতত্ত্বাবধায়ক জাহানারা বেগমকে জামালপুর জেলা কারাগার, জামালপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মকলেছুর রহমানকে মেহেরপুর কারাগার, বাগেরহাট জেলা কারাগারের তত্ত্বাবধায়ক গোলাম দস্তগীরকে চাঁদপুর কারাগার, চাঁদপুর কারাগারের তত্ত্বাবধায়ক মাইন উদ্দিন ভূইয়াকে সহকারী কারামহাপরিদর্শক হিসেবে কারা অধিদফতরে বদলি করা হয়েছে।
এছাড়া চুয়াডাঙ্গা কারাগারের তত্ত্বাবধায়ক নজরুল ইসলামকে গাইবান্ধা কারাগার, মেহেরপুর কারাগারের তত্ত্বাবধায়ক এ এস এম কামরুল হুদাকে বাগেরহাট কারাগার এবং নড়াইল কারাগারের তত্ত্বাবধায়ক মজিবুর রহমান মজুমদারকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারের তত্ত্বাবধায়ক হিসেবে বদলি করা হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে আদেশে।