রূপগঞ্জের দাউদপুরে আওয়ামী লীগের আলোচনা সভা
১৫ সেপ্টেম্বর ২০২০ ২০:১৩
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার বেলদী এলাকায় দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা সৈয়দ মারফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়ত রফিকুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এটিএম জাহাঙ্গীর ও মুকুল পাশা, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিন রানা, দাউদপুর ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী জান্নাত রুমাসহ অনেকে।