Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২ লাখ ৬৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩


১৫ সেপ্টেম্বর ২০২০ ১৩:২৭

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযানে ২ লাখ ৬৫ হাজার ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর বাকলিয়া ও আনোয়ারা উপজেলার গহিরা দোভাষী বাজারে পৃথকভাবে অভিযান চালায় র‌্যাব।

অভিযানে গ্রেফতার তিন জন হলেন- মো. কামরুজ্জামান (৩৫), রমজান আলী (৩৫) ও জমির উদ্দিন (২৫)।

র‌্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরীর বাকলিয়ায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এসএসপি তারেক আজিজ জানান, ট্রাকটি মালামাল নিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। ট্রাকটিতে তল্লাশি করে চালকের আসনের পেছনে বিশেষ কৌশলে রাখা এক লাখ ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার করা হয়েছে রমজান ও জমিরকে।

এদিকে আনোয়ারা উপজেলায় অভিযান পরিচালনাকারী র‌্যাব কর্মকর্তা মেজর মুশফিকুর রহমান জানান, উপজেলার দোভাষী বাজার থেকে এক লাখ ৬৫ হাজার ইয়াবাসহ কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে- ইয়াবাগুলো মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে নৌকায় করে সাগরপথে আনোয়ারার গহিরায় আনা হয়েছে।

তিনজনের বিরুদ্ধে বাকলিয়া ও আনোয়ারা থানায় পৃথকভাবে মামলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ইয়াবা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর