Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসায় শিক্ষার্থীকে মারধর: শিক্ষক ইব্রাহিমসহ আটক ৪


১৫ সেপ্টেম্বর ২০২০ ১১:০১

সাভার: আশুলিয়ায় একটি মাদরাসায় দুই শিশু শিক্ষার্থীকে প্রকাশ্যে হাত-পা বেঁধে রেখে মারধর করার অভিযোগে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম মিয়াসহ চার জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের শ্রীপুরের নতুননগর মধনেরটেক এলাকায় জাবালে নুর মাদরাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ার শ্রীপুরের নতুননগর মধনেরটেক এলাকায় জাবালে নুর মাদরাসায় শিশু শিক্ষার্থী রাকিব হোসেনকে (৯) হাত-পা বেঁধে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করে ওই মাদরাসার শিক্ষক ইব্রাহিম মিয়া (৩৩)। এসময় ওই শিক্ষক আরেক শিশু শিক্ষার্থী মাহফুজুর রহমানকে বেঁধে রেখে ভয়ভীতি প্রদর্শন করেও তাকে মারধর করেন।

পরে খবর পেয়ে শিশু দু’টিকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। এদের মধ্যে শিশু রাকিব হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গতকাল সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশু শিক্ষার্থীকে মারধরের ভিডিও ভাইরাল হলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানা পুলিশ। এরপর গতকাল রাতেই অভিযান চালিয়ে ওই শিক্ষকসহ চারজনকে আটক করে পুলিশ।

আশুলিয়ায় শিক্ষকের বেধড়ক মারধরের শিকার মাদরাসা শিক্ষার্থী

 

এলাকাবাসী জানায়, গত দুই বছর আগে আশুলিয়ার শ্রীপুরের নতুননগর মধনেরটেক এলাকায় জাবালে নুর মাদরাসা চালু করেন ওই এলাকার বিতর্কিত ব্যক্তি আব্দুল জব্বার। ওই মাদ্রাসায় আগে দুই’শ শিক্ষার্থী থাকলেও নির্যাতনের কারণে এখন ১৪ জন শিক্ষার্থী রয়েছে। ওই মাদ্রাসায় বর্তমানে দুই জন শিক্ষক রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দ্রুত ওই শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেছেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

আশুলিয়া দুই শিশু শিক্ষার্থী পুলিশ মাদরাসা মারধর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর