প্রাথমিক শিক্ষার ডিজি অবসরে, অতিরিক্ত মহাপরিচালককে দায়িত্ব
১৪ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৫ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ২৩:৪০
ঢাকা: চাকরির বয়স শেষ হওয়ায় অবসরে গেছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ। তার স্থানে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মো. ফসিউল্লাহকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। সোমবারই আরেক প্রজ্ঞাপনে তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়।
এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করায় মো. ফসিউল্লাহকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়। মহাপরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ আর্থিক ক্ষমতাসহ মহাপরিচালকের সার্বিক দায়িত্ব পালন করার নির্দেশনা দেওয়া হয় ওই আদেশে।
এর আগে, এ বছরের ১৯ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগ পান ফসিউল্লাহ। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। মো. ফসিউল্লাহ বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা ছিলেন।
অতিরিক্ত মহাপরিচালক অবসর ডিপিই প্রাথমিক শিক্ষা অধিদফতর মহাপরিচালক মো. ফসিউল্লাহ সোহেল আহমেদ