Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে পারাবত-১১ লঞ্চের কেবিন থেকে নারীর মৃতদেহ উদ্ধার


১৪ সেপ্টেম্বর ২০২০ ২০:২৯

বরিশাল: বরিশাল নদীবন্দরে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত-১১ লঞ্চের ৩৯১ নম্বর কেবিনে মধ্যবয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় সিআইডি দল কাজ করছে।

লঞ্চের মাস্টার মো. শামীম বলেন, কেবিন বন্ধ দেখায় নৌ পুলিশকে খবর দেন তারা। পরে সিসি টিভির ফুটেজ দেখা যায়, রোববার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ঢাকা সদরঘাট থেকে এক ব্যক্তি ওই নারীকে নিয়ে লঞ্চে ওঠেন। তারা লঞ্চের তৃতীয় তলাতে ৩৯১ নম্বর সিঙ্গেল কেবিনে ওঠেন। সোমবার বরিশাল ঘাটে লঞ্চ ভিড়লে ভোর ৪টা ৪৭ মিনিটে মধ্যবয়সী ওই ব্যক্তি একা লঞ্চ থেকে নেমে যান।

বিজ্ঞাপন

নৌ সদর থানা পুলিশে অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নারীর মৃতদেহ কেবিনের খাটে শুয়ে থাকা অবস্থায় দেখেন। তার গলার নীচে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে।  ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।

পারাবত-১১ বরিশাল

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর