Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে অটোরিকশা চালকের মৃত্যু, আটক ৩


১৪ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেলাল নামে এক অটোরিকশা  চালক মারা গেছেন। এ সময় অটোরিকশা নিয়ে পালাতে গেলে ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বেলাল রংপুর জেলার কাদিরাবাদ গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে ও ফতুল্লার মুসলিমনগর এলাকার হালিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সরকার জানান, সোমবার ভোরে একদল ছিনতাইকারী অটোরিকশা চালক বেলালকে ছুরিকাঘাতে আহত করে অটোরিকশা নিয়ে পালানোর সময় বেলালের এক বন্ধু দেখে চিৎকার করলে এলাকাবাসী এসে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। আহত অবস্থায় তাকে উদ্ধার নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর