সওজের সাড়ে তিন কিলোমিটার সড়কে জনদুর্ভোগ
১৪ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫৮ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ১৮:০০
বগুড়া: বগুড়ার ধুনট উপজেলার দিঘলকান্দি থেকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাইকপাড়া পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার পাকা সড়ক সংস্কার না করায় ভেঙ্গে গেছে। এতে ধুনট উপজেলার দুটি ইউনিয়নের হাজারো মানুষ চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে। সিরাজগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগ ওই সড়কটি নির্মাণ করলেও দীর্ঘ ১০ বছরে কোন সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
চৌকিবাড়ী গ্রামের ধান ব্যবসায়ী সাইফুল ইসলাম, কৃষক ফজর আলী ও হোসেন আলী জানান, পাইকপাড়া-দিঘলকান্দি সড়ক দিয়ে ধুনট উপজেলার চৌকিবাড়ী ও গোপালনগর ইউনিয়নের কয়েক হাজার লোকজন যাতায়াত করে। কিন্তু এ সড়ক দীর্ঘদিন ধরে মেরামত না করায় সাড়ে ৩ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে। ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে মাটি বের হয়েছে। এতে ওই সড়কে কৃষি পণ্য পরিবহনসহ জনসাধারণের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ ১০ বছর আগে কাজিপুর উপজেলার পাইকপাড়া থেকে বগুড়ার ধুনট উপজেলার দিঘলকান্দি পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করেছিল। তবে ওই সড়কটি প্রথমে ধুনট এলজিডির নির্মাণ করার কথা থাকলেও পরবর্তীতে সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ কাজিপুর উপজেলার পাইকপাড়া থেকে কাজিপুরের ভানুডাঙ্গা পর্যন্ত হাইওয়ে সড়ক দেখিয়ে তাদের তত্ত্বাবধানে সড়কটি নির্মাণ করা হয়। তবে সড়কের নির্মাণ কাজ ধুনটের দিঘলকান্দি পর্যন্তই শেষ করা হয়।
ধুনট উপজেলা এলজিডির এক কর্মকর্তা জানান, সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের সাড়ে ৩ কিলোমিটার পাকা সড়কের মধ্যে আধা কিলোমিটার কাজিপুর উপজেলার। ৩ কিলোমিটার সড়কই ধুনট উপজেলার মধ্যে। সিরাজগঞ্জ সওজের তৎকালীন কর্মকর্তারা ওই সড়কটি তাদের তত্ত্বাবধানে নির্মাণ করে। এখন সড়কটি ভেঙ্গে গেলেও ধুনট উপজেলা এলজিডি মেরামত করতে পারবে না। এমনকি ওই সড়কে কোন ধরনের বরাদ্দও দেওয়া সম্ভব নয়।