Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় শিক্ষকের বেধড়ক মারধরের শিকার মাদরাসা শিক্ষার্থী


১৪ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪০ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৮

সাভার: আশুলিয়ায় একটি মাদরাসায় এক শিশু শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ওই শিশুকে প্রকাশ্যে মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী জানায়, গত ১১ সেপ্টম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ার শ্রীপুরের নতুন নগর মথনেরটেক এলাকায় একটি মাদরাসায় শিশু শিক্ষার্থী শরিফুল ইসলামকে (১৩) প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করে ওই মাদরাসার শিক্ষক ইব্রাহিম। এসময় ওই শিক্ষক আরেক শিশু শিক্ষার্থী রাকিব হোসেনকে বেঁধে রেখে ভয়ভীতিও দেখান তিনি।

বিজ্ঞাপন

ওই মাদরাসার শিশু শিক্ষার্থীরা জানায়, ওই শিক্ষক দুই শিশুকে মারধর করার সময় আহত শিশুরা তাদের না মারতে অনুরোধ করলেও মন গলেনি ওই শিক্ষকের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্রকাশ্যে ওই শিক্ষক এক শিশুকে বেঁধে রেখে অন্য শিশুকে মারধর করছেন বেত দিয়ে। শিশুটি চিৎকার করলেও ভয়ে কেউ তাকে মারধর করার সময় এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে দুই শিশুর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে।

এদিকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশু শিক্ষার্থীকে মারধরের ভিডিও ভাইরাল হলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ। এলাকাবাসী ওই শিক্ষককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ওই মাদরাসা শিক্ষকের সাথে যোগাযোগ করলেও তা সম্ভব হয়নি। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আশুলিয়া আশুলিয়া থানা পুলিশ ভাইরাল মারধর

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর