Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের প্রয়োজনে পাশে থাকবে জাপা: জি এম কাদের


১৪ সেপ্টেম্বর ২০২০ ১৫:৪৯

ঢাকা: দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে জাতীয় পার্টি সবসময় পাশে থাকলে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। শুধু তাই নয় সরকার যে কোনো সময় ডাকলেও জাতীয় পার্টি সরকারের পাশে থেকে কাজ করতে চায়।

বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দুস্থ নেতাকর্মীদের মাঝে অনুদানের চেক বিতরণকালে সোমবার (১৪ সেপ্টেম্বর) জি এম কাদের এ সব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘এখনও করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন আসেনি। ভ্যাকসিন এলে জনগণকে বিনামূল্যে চিকিৎসা দিতে সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।’

এ সময় জি এম কাদের বলেন, ‘ভ্যাকসিনের পর করোনাভাইরাসে হয়ত মৃত্যুর সংখ্যা কমে আসবে। কিন্তু মানুষের মধ্যে অভাব-অনটন হাহাকার দেখা দেবে। করোনার চেয়ে অভাব-অনটনে মানুষ মারা যাবে। অভাবে কোনো মানুষ যেন মারা না যান সে জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

করোনাভাইরাস জাতীয় পার্টি জি এম কাদের

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর