Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেজর সিনহা হত্যা: আরেক পুলিশ সদস্য গ্রেফতার


১৪ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৮ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৪

ঢাকা: মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ এবার গ্রেফতার করা হয়েছে টেকনাফ থানার কনস্টেবল রুবেল শর্মা। আদালত থেকে গ্রেফতারের অনুমতি পাওয়ার পর তাকে গ্রেফতার করে র‍্যাব। এর আগে, সকালে তাকে গ্রেফতারের জন্য অনুমতি চেয়ে আদালতে আবেদন করে র‍্যাব।

সোমবার (১৪ সেপ্টেম্বের) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়। তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডে টেকনাফ থানার কনেস্টবল রুবেল শর্মার প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ জন্য তাকে গ্রেফতার করতে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল সকালে। আদালত গ্রেফতারের অনুমতি দিলে তাকে গ্রেফতার করে তদন্ত কর্মকর্তারা।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান র‍্যাব কর্মকর্তা আশিক বিল্লাহ।

ওসি প্রদীপ কনস্টেবল রুবেল শর্মা টপ নিউজ টেকনাফ মেজর হত্যা সিনহা মোহাম্মদ রাশেদ সিনহা হত্যা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর