ঝলমলে দিনভর, দুপুরে ঝরতে পারে এক পশলা বৃষ্টি
১৪ সেপ্টেম্বর ২০২০ ১১:৩৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৬
ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ দিনভর মেঘমুক্ত থাকবে আকাশ। এতে ঝলমলে রোদ থাকলেও হঠাৎ দুপুরের পর থেকে কোথাও কোথাও হালকা ধরনের এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. রাশেদুজ্জামান।
তিনি বলেন, ‘গতকাল রাজধানীতে ৯ মিলিমিটির বৃষ্টিপাত হয়েছিল দুপুরের পর থেকে। আজ তা হবে না। আজ সারাদিন মেঘমুক্তই থাকবে আকাশ। তবে দুপুরের পর থেকে রাজধানীর কোথাও হয়ত হালকা ধরনের এক ফসলা বৃষ্টি ঝরবে।’
তিনি আরও বলেন, ‘একইভাবে দেশের উত্তরাঞ্চলের রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুপুরের পর থেকে। তবে তা দক্ষিণাঞ্চলেও হলেও তুলনামূলক একেবারেই কম হবে। অর্থাৎ সারাদেশেই হালকা বৃষ্টিপাত ঘটবে। তবে সেটি জনজীবনে প্রভাব ফেলবে না। কিন্তু বর্ষার শেষ মৌসুম হিসেবেই হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।’
তবে আজ দেশের নদী ও সমুদ্রবন্দরগুলোতে কোনো সতর্ক বার্তা নেই বলে জানিয়েছেন তিনি।