Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগর দূষণ: সিইপিজেডের ট্রিটমেন্ট প্ল্যান্টকে ১৫ লাখ টাকা জরিমানা


১৩ সেপ্টেম্বর ২০২০ ২০:২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) চিটাগাং ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিডব্লিউটিপি) নামে একটি প্রতিষ্ঠানকে প্রায় ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরিশোধিত তরল বর্জ্য নির্গমন করে সাগর দূষণের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা দিতে হচ্ছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নোটিশের ওপর শুনানি শেষে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী এ জরিমানা করেন। শুনানিতে প্রতিষ্ঠানটির পক্ষে সিডব্লিউটিপি’র পরিচালক নুর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নূরুল্লাহ নূরী সারাবাংলাকে জানান, গত ১০ দিন ধরে অকার্যকর ছিল সিডব্লিউটিপি। ফলে প্রতিদিন ৯ হাজার ২৩০ ঘনমিটার করে অপরিশোধিত তরল বর্জ্য নির্গমন হয়েছে। এ হিসেবে গত ১০দিনে ৯২ হাজার ৩০০ ঘনমিটার তরল বর্জ্য সাগরে পড়েছে। মানমাত্রা বর্হিভূত তরল বর্জ্য নির্গমন করায় প্রতিষ্ঠানটিকে ১৪ লাখ ৭৬ হাজার ৮০০টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম নগরীর খুলশী থানার দক্ষিণ খুলশী এলাকায় পাহাড় কাটার দায়ে মোতাহার হোসেন চৌধুরী নামে একজনকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নুরুল্লাহ নুরী।

১৫ লাখ টাকা জরিমানা ট্রিটমেন্ট প্ল্যান্ট সিইপিজেড

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর