Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে বিরোধে ভাতিজার বল্লমের আঘাতে চাচা নিহত


১৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:১০

নড়াইল: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের নড়াগাতি থানার উত্তর ডুমুরিয়া গ্রামে ভাতিজার বল্লমের আঘাতে চাচা আব্দুল জলিল মুন্সী (৫২) নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জলিল মুন্সী উত্তর ডুমুরিয়া গ্রামের কালা মিয়া মুন্সীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ভাজিতা আয়নাল মুন্সী (৪২) পলাতক রয়েছে।

পুলিশ জানায়, বসতভিটা নিয়ে উপজেলার ডুমুরিয়া গ্রামের জলিল মুন্সির সঙ্গে তার ভাতিজা আয়নালের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাত ৯টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে আয়নাল উত্তেজিত হয়ে নিজের ঘর থেকে বল্লম বের করে চাচা জলিলের পেটে ঢুকিয়ে দেয়। পরিবারের সদস্যরা গুরুতর জখম জলিল মুন্সীকে রাত সাড়ে ১০টার গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন চন্দ্র সরকার বলেন, ‘চাচা-ভাতিজার মধ্যে জমি সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যার আলামত সংগ্রহ করা হয়েছে।’ ভাতিজা আয়নালকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জমিজমা ডুমুরিয়া গ্রাম নড়াইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর