Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদে বিস্ফোরণ: ক্ষতিপূরণ আদেশ স্থগিত চেয়ে তিতাসের আপিল


১৩ সেপ্টেম্বর ২০২০ ১৪:২৭ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৬:৪৯

ঢাকা: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আপিল করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (১৩ সেপ্টেম্বর) আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান।

তিনি জানান, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছি। আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানি হতে পারে। আবেদনের পক্ষে শুনানি করবেন এ এম আমিন উদ্দিন।

গত ৯ সেপ্টেম্বর বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৫ লাখ টাকা করে প্রদানের নির্দেশ দেন। একইসঙ্গে রুল জারি করেন।

ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সঙ্গে ছিলেন রিটকারী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।

৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে গত ৭ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে রিট দায়ের করেন। রিটে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়। ভর্তি আছেন পাঁচজন।

আরও পড়ুন
মসজিদে বিস্ফোরণ: আরও সময় চেয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের মামলা সিআইডিতে
মসজিদে বিস্ফোরণ: ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ
মসজিদে বিস্ফোরণ: ৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক
মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত
মসজিদে বিস্ফোরণে গ্যাস সরবরাহ বন্ধ, দুর্ভোগে ২০ হাজার পরিবার
মসজিদে বিস্ফোরণ: ৩৬ জন দগ্ধ ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত
নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরণ স্বাভাবিক ঘটনা নয়: বিএনপি

বিজ্ঞাপন

অগ্নিদগ্ধ নারায়ণগঞ্জ বিস্ফোরণ মসজিদে বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর